.আমার নিজের সম্পকে ঢাক ঢোল বাজিয়ে বলার মতো কিছু নেই । মানুষ হিসেবে আমরা সবাই সাধারণ। তাই নিজেকে অসাধারণ বলেআপনার কাছে বড় হতে চাই না। আমি বিশ্বাস করি,পৃথিবীতে যারবিবেক যত বেশী জাগ্রত, সে তত বেশী দুঃখী।পৃথিবীতে কিছু মানুষের জম্ম হয়েছে দুঃখ পাবার জন্য,আমি সে দলেরই একজন।পৃথিবীর সেই মানুষটি হতে চাই.....যে কাউকে হাসাতে না পারি,কাদাঁবো নাভালোবাসতে না পারি,ঘৃণা করবো নাসুখ দিতে না পারি,দুঃখ দিবো না।***** আমার সম্পকে কিছু বলি... ★ উচ্চতাঃ ইউরোপিয়ান সাইজ ★ ওজনঃ মেপে দেখি নাই। সম্ভবত আপনি যা ভাবছেন তার কম হবো না। ★ গায়ের রং: শ্যামলা। তবে একেক জন একেকটা বলে। ★ প্রিয় মানুষঃ মা ও বাবা। ★ প্রিয় ব্যক্তিত্বঃ হয়রত মুহাম্মদ (সঃ)। ★ আমার পছন্দঃ আমার মাধ্যমে কাউকে যথা সাধ্য খুশি করতেপারা। ★ আমার অপছন্দঃ যা করিনী তা আমার উপর চাপিেয় দেয়া। ★ প্রিয় খাদ্যঃ মার হাতের সব কিছু। ★ প্রিয় বন্ধুঃ অনেকে আছে বলব না। অন্যরা কষ্ট পাবে ★ প্রিয় শখঃ বাগান করা,ঘুরে বেডানো।অবসরে গান শুনা।মুভি দেখা। ★ প্রিয় ফলঃ অনেক ফল আছে ★ প্রিয় ফুলঃ গোলাপ। ★ প্রিয় রং: নীল আর কালো ★ প্রিয় খেলাঃ ক্রিকেট, ফুটবল ★ প্রিয় দেশঃ বাংলাদেশ। ★ প্রিয় গানঃ আমার সোনার বাংলা। ★ প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম। সব সময় আড্ডা মারতে ও হাসতে ভালো লাগে,ঘুরে বেড়াতে ও খারাপ লাগে না ইতিমধ্যে বাংলাদেশের আলোচিত স্থান গুলো প্রায়ই দেখা হয়ে গেছে । হয়ত সামনে পুরা বাংলাদেশ এমনকি পুরা পৃথিবী না হোক আংশিক দেখার ইচ্ছা আছে,ইন্সআল্লাহ্। হয়ত আরো অনেক কিছু আপনার জানার থাকতে পারে।যতটুকু সম্ভব আমি বলতে ইচ্ছুক। আপনার আগ্রহ থাকলে এসএমএস করবেন।
Follow